শিরোনাম
৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ মাইলস্টোন ট্রাজেডি; জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার বাবা বাঁচলেও শেষ রক্ষা হয়নি একমাত্র মেয়ের আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’ শিবির কর্মীকে ‘ছাত্রলীগ’ বলে পুলিশে সোপর্দ, ছাত্রদল-যুবদলের সঙ্গে সংঘর্ষে আহত ২০ মাইলস্টোন ট্রাজেডি; নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন, মরদেহ হস্তান্তর ২০ জনের উত্তরার ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া আজ রাত ৩ টায় এলো সিদ্ধান্ত; আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হাসপাতালে আহতদের দেখতে উপদেষ্টা নেতাদের ভিড়; চিকিৎসা-উদ্ধার ব্যাহত, সমালোচনা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

নিহতের সংখ্যা একশ’ ছাড়িয়ে যেতে পারে

ডেস্ক রিপোর্ট / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের পাশে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। উদ্ধার তৎপরতায় জড়িত সশস্ত্র বাহিনীর একটি ইন্টেলিজেন্স সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়ছেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আগামী ৩ থেকে ৭ দিনের এবং ক্ষেত্রেবিশেষে এক মাসের মধ্যে এই প্রাণহানি শতাধিক হতে পারে। ওই সূত্রটি বলছে, জেট বিমানটি ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। আর ঘটনাস্থলে যেহেতু অধিকাংশ ভিক্টিমই শিশু-কিশোর; তাই তাদের প্রতিরোধ ক্ষমতাও কম। সে হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা বেশি।

প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রাণহানির সঠিক সংখ্যা নির্ধারণ সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় শিশুদের ফ্লুইড লস এবং ইনফেকশনের ঝুঁকি বেশি থাকে। তাই মৃত্যুর সংখ্যা এখনই বলা যাবে না।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান কলেজ ভবনে সরাসরি বিধ্বস্ত হয় বিমানটি। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুত্র জানায়, দুর্ঘটনার সময় ভবনটিতে দেড় শতাধিক শিক্ষার্থী ক্লাস করছিলেন, পাশাপাশি আশেপাশের এলাকায়ও অনেক সাধারণ মানুষ অবস্থান করছিলেন। বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানের জ্বালানিভর্তি ফুয়েল ট্যাঙ্ক থেকে আগুন ছড়িয়ে পড়ে ভবনসহ আশেপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন দেড় শতাধিক; যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে দুর্ঘটনার পর থেকেই অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আতঙ্কগ্রস্ত অভিভাবকরা তাদের সন্তানদের খোঁজে হাসপাতাল ও আশপাশের এলাকায় ছুটছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই নিখোঁজদের ছবি পোস্ট করে অনেকে সাহায্য চেয়েছেন।

সায়ের নামে এক নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজছেন বাবা সেলিম জাহিদ। তিনি প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। পোস্টে সেলিম জাহিদ লেখেন, ‌‘আমার সায়েরকে এখনো খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোনের মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্রাশ করেছে।’ মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার পিতা লিয়ন মির সন্তানের খোঁজ চেয়ে আহাজারি করছেন। ফেসবুক লাইভে এসে তিনি সন্তানের সন্ধান চেয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্যমতে, তাকে খুঁজে পাওয়া গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ