“জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষকে পরীক্ষা করেছেন। আসেন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলে যাব না।”
আগামী নির্বাচনে হাতপাখা মার্কাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রোববার (২০ জুলাই) কিশোরগঞ্জে এসব কথা বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
এদিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশে তিনি আরও বলেন, “অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ বিএনপিও চাঁদাবাজ। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ আরেকটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে; ওরা হলো শাহী চাঁদাবাজ।
আরেক দল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।”
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, “ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আর্দশ আর নীতির। এইদেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন বাগিয়ে নেবে। কাশ্মির, হায়দরাবাদ এক সময় স্বাধীন ছিলো তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সর্তক হন।”