নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সেলিম মিয়া (৩০) নামের এক ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার সেলিম মিয়া মৃত ফকির উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর সালমান। সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এক ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, “গতকাল একটি প্রতারণা মামলায় এজাহারনামীয় আসামিকে সেনাবাহিনী গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।