প্রায় ২০ বছর কোমায় থাকার পর সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজপুত্র নামেও পরিচিত ছিলেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করা প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।
মাত্র ১৫ বছর বয়সে ২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন প্রিন্স আল ওয়ালিদ। ওই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।
এরপর থেকে প্রিন্স আল ওয়ালিদ রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সৌদি আরবের রাজপরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাঁচ বছর আগে আল ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।
এই পুরো সময়জুড়ে প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন-মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছেন তিনি।
প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা
সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে রাজপুত্রের মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধৈর্য, বিশ্বাস ও মা-বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন।
আল ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালালের পুত্রস্নেহের এই গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয়েছে। বছরের পর বছর ধরে ছেলের শয্যার পাশে বসে আছেন একজন নিবেদিতপ্রাণ পিতার-এই দৃশ্য বহু মানুষের মধ্যে আলোড়ন তৈরি করেছে।