নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ হওয়া মেলা ও লটারীর টিকেট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই জনের ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা শহরে বন্ধ হওয়া মেলা ও লটারীর টিকেট অবৈধ ভাবে বিক্রি করার সময় উপজেলা প্রশাসন দুইজনকে আটক করে। এসময় তাদের কাছে সৈয়দপুর উপজেলায় অনুষ্ঠিতব্য ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলায় লটারীর টিকেট পাওয়া গেলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আবুল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৬) ও জয়পুরহাট জেলা সদর উপজেলার দুলু মিয়ার ছেলে আবু হানিফ (৫৫) কে ৭ দিনের কারাদণ্ড প্রদানসহ ২শ টাকা করে টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,জেলা প্রশাসন থেকে মেলা ও লটারীর বন্ধের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু ব্যক্তি অবৈধভাবে লটারীর নামে টিকেট বিক্রি করছে বলে আমরা জানতে পারি। পরে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দন্ড প্রদান করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।