কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপর বলব, এটা আমাদের থাকতে হবে। কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলব, আবার কেউ যদি দখলদারি চালায় সেটাও বলব তবে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশে নতুন করে মুজিববাদী ভারতপন্থি শক্তিগুলো সক্রিয় হচ্ছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এ বাংলাদেশে বাংলাদেশপন্থি ব্যতিত কোনো দেশপন্থি কোনো বাদপন্থি শক্তির জায়গা হবে না।
বিচার বিভাগকে কোনো দলের বিচারবিভাগ হিসেবে আমরা দেখতে চাই না, আবার আইন শৃঙ্খলাবাহিনীকেও কোনো দলের তোষামোদকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি।
৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাই-বোনদের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়-এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে।