শিরোনাম
ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ৩১ আগস্ট বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট এইচএসসির খাতা কাটছেন শিক্ষার্থীরাই, ছবি ধারণ করে ছাড়ছেন ফেসবুক,টিকটকে নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবে না: ইশরাক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এখন শিবির নেতা লালমনিরহাটে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, কিশোরের মিলছে না খোঁজ গাইবান্ধার তিস্তা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ কুড়িগ্রামে রাতের আঁধারে রড ছাড়াই সড়ক ঢালাইয়ের অভিযোগ, ক্ষোভের মুখে পালালেন ঠিকাদারের লোকজন সৈয়দপুর লায়ন্স স্কুলের মেধাবী শিক্ষার্থী হিসামের বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন।
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সংযোগ সড়কের কাজে ধীরগতি, চিলমারী-হরিপুর সেতু উদ্বোধন ২ আগষ্ট

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের স্বপ্নের চিলমারী-হরিপুর তিস্তা সেতু সকল জল্পনা কল্পনা শেষে চলতি বছরের ২ আগষ্টে উদ্বোধন করার ঘোষণা দেয়া হয়েছে।  সেতু উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

স্বপ্নের সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হলেও এখনো চিলমারী উপজেলা অংশে সংযোগ সড়কের কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান।  এনিয়ে স্থানীয় ক্ষোভ প্রকাশ করেছেন। সড়কের বেহাল দশায় চলাচল প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি।  তবে সংশ্লিষ্টরা বলছেন, এই সড়কের কাজ অক্টোবর-নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে৷

অফিস সূত্রে জানা গেছে, ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের চিলমারী উপজেলাধীন হেডকোয়ার্টার-পাঁচপীর জিসি সড়ক ( চেই: ১২২০মি.-৫২৩০ মি.) উন্নয়নকরণ ও উপজেলা হেড কোয়ার্টার-পাঁচপীর জিসি সড়ক (চেই: ০.০০ মি.-১২২০ মি.) উন্নয়নকরণ কাজটি প্রায় সাড়ে ১০ কোটি কাটা চুক্তি মূল্যে পান মীর হাবিবুল আলম, উত্তর বড়গাছা নোটোর ঠিকাদার প্রতিষ্ঠান। মীর হাবিবুল আলম,উত্তর বড়গাছা নোটোর ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেলেও একাধিক হাত বদলসহ কাজের সঙ্গে যুক্ত অনেকেই গা ঢাকা দিয়েছিলেন গত বছরের ৫ই আগস্টের পর।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনো পিছিয়ে চিলমারীর অংশের কাজ। মূল ঠিকাদার সামনে না আসলেও একাধিক হাত বদলের কারণে কাজের ধীরগতিসহ কাজের মান নিম্ন হয়েছে এবং বাকি অংশের কাজ এখনো সমাপ্ত করতে পারেনি সংশ্লিষ্টরা।

জানা গেছে, এখনো প্রায় ১৭০০ মিটার সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। তবে কাজ চলমান রয়েছে ধীরগতিতে।  স্থানীয়রা জানায়, সড়কের বিভিন্ন অংশে ভাঙা, কোথাও খুড়ে রেখেছে, আবার অনেক জায়গায় ধীরে কাজ হচ্ছে। ফলে চলাচল করতে অনেক অসুবিধা হয়।

চিলমারী উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, কলেজ মোড় থেকে ব্রিজ পর্যন্ত যে রাস্তা সেটা আলাদা প্যাকেজ। হরিপুর অঞ্চলের যে কাজ তার দুই বছর পর এটার টেন্ডার হয়েছে। আর তাছাড়া এটার টাইম এক্সটেনশন হয়েছে আরো তিন মাস সময় আছে তবে তার আগেই শেষ হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ