ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা এখনও রাজপথ ছাড়ি নাই। আমাদের চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি। সোহাগের মতো বারবার পাথর মেরে হত্যা আমরা আর দেখতে চাই না।বাংলাদেশের মাটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখতে চায় না। বাংলাদেশের মাটি ইসলামের নীতি আদর্শের শাসন চায়।’
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই ঘোষণাপত্রের’ দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘৫ আগস্ট অভ্যুত্থান হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। বহু পঙ্গু হয়েছে। ৫ আগস্টের পর আমরা সুন্দর দেশ আশা করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পরে এক দল ক্ষমতাপ্রেমিক ক্ষমতায় যাওয়ার জন্য দেশের প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে রাখছে।’
তিনি বলেন, ‘যারা ক্ষমতাপ্রেমিক রয়েছেন; এখনও যদি চাঁদাবাজি বন্ধ না করেন, খুন-খারাবি বন্ধ না করেন, তাহলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।’
তিনি আরো বলেন, ‘বিগত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা টানা ৫ বার চুরির দিক দিয়ে পৃথিবীতে প্রথম হয়েছেন। তারা ক্ষমতার চেয়ারে বসে দেশের টাকা পাঁচার করে বিদেশে বেগম পাড়া তৈরী করেছেন। আওয়ামী লীগের ভূমিমন্ত্রীর লন্ডনেই বাড়ি পাওয়া গেছে সাড়ে তিনশ’র মতো।
ইসলামী আন্দোলনের নারায়নগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।