উলিপুর উপজেলার ৪৫ বছর বয়সী মাহফুজা বেগম দীর্ঘ এক বছর ধরে দুটি কিডনি বিকল হওয়ায় সমস্যায় ভুগছেন। তার জীবন এখন এক কঠিন পরীক্ষার মুখে। একসময় যিনি সংসারের হাল ধরেছিলেন, আজ তার সুস্থতা নিয়ে অনিশ্চয়তা। প্রতিটি দিন কাটছে কঠিন শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে, আর তার চোখ দুটো যেন তাকিয়ে আছে একটি নতুন ভোরের অপেক্ষায়।
চিকিৎসকরা জানিয়েছেন, মাহফুজা বেগমকে সুস্থ করে তোলার একমাত্র উপায় হলো একটি কিডনি প্রতিস্থাপন। একটি এবি পজিটিভ (AB+) রক্তের গ্রুপের কিডনি পেলেই তিনি আবার প্রাণবন্ত হয়ে উঠবেন।
তিনি আবার তার প্রিয়জনদের হাসিমুখ দেখতে পারবেন, আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু এই মুহূর্তে একটি উপযুক্ত কিডনির সন্ধান পাওয়া তার পরিবারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ।
মাহফুজা বেগমের সন্তানেরা, পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন সবাই মিলে চেষ্টা করছেন, ছুটছেন দ্বারে দ্বারে। তাদের একটাই আশা – যদি কোনো হৃদয়বান মানুষ এগিয়ে আসেন তাদের মায়ের জীবন বাঁচাতে।
আপনার একটি কিডনি দান, শুধু একটি জীবন বাঁচানো নয়, একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। এটি হবে মাহফুজা বেগমের জন্য এক নতুন জীবনের সূচনা, তার সন্তানদের জন্য মায়ের উষ্ণ সান্নিধ্য ফিরে পাওয়ার আনন্দ, আর আপনার জন্য এক অপার আত্মতৃপ্তি।
যদি আপনার এবি পজিটিভ রক্তের গ্রুপ হয় এবং আপনি মাহফুজা বেগমকে একটি কিডনি দান করতে আগ্রহী হন, তবে দেরি না করে আজই যোগাযোগ করুন। মাহফুজা বেগমের পরিবার আন্তরিকভাবে জানাচ্ছে, যে হৃদয়বান ব্যক্তি তার প্রাণ বাঁচাতে একটি কিডনি দান করতে এগিয়ে আসবেন, সামর্থ্য অনুযায়ী তাকে আর্থিকভাবে সর্বোচ্চ সহায়তা করা হবে, ইনশাআল্লাহ।
যোগাযোগের নম্বর:
* ০১৭৮৪৮৩৯৭৫২
* ০১৯৩৭৩৬৯৪৯৮
আসুন, আমরা মাহফুজা বেগমের পাশে দাঁড়াই। আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি জীবন।