শিরোনাম
জেলের ছদ্মবেশে অ্যাসিড নিক্ষেপ মামলার আসামিকে ধরল পুলিশ ভিডিওর কমেন্ট থেকে নম্বর নিয়ে পরিচয়, ২২ দিনেই বিয়ে; ব্যতিক্রমী ভালোবাসার গল্প প্রতিবন্ধী মাহফুজ-ইনায়ার কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১২ চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় কুড়িগ্রামের সেই জামায়াত নেতা বহিষ্কার কালীগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি ট্রেনের ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত, নিয়মের ব্যত্যয় ঘটেনি বেরোবির ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা সরকার এক দলকে কোলে নিয়ে আছে, আরেক দলকে কাঁধে জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌন মিছিল ও দোয়া 

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কালোব্যাজ ধারণ,মৌন মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(১৮ জুলাই) বিকাল ৪ টার পর থেকে দলীয় কার্যালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পর্যায়ক্রমে প্রবেশ করতে থাকে লক্ষণীয় উপস্থিতির প্রাক্কালে সকল নেতাকর্মীরা কালো ব্যাজ পরে মৌন মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি করে।

উক্ত সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাঃ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সাঃ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, ছাএদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক,তাঁতীদলের আহবায়ক রহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন ও পলাশ ইসলাম, যুবদলের বেলাল হোসেন, হাবিব সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,কুচক্রী মহল দেশে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বন্ধুগন,নির্বাচন হলেই ক্ষান্ত হবে তারা। ভোট হওয়া পর্যন্ত জিয়ার সৈনিক হিসেবে প্রতিটি সেক্টরে প্রতিটি অঙ্গনে পাহারাদারের মতো পাহারা দিতে হবে। হত্যাকাণ্ড বিষয়ে বলতে চাই ক্ষমতায় তারা বিচার করব আমরা এটা কি সম্ভব এজন্য আমাদের নেতা বারবার বলেছেন আপনারা সঠিক তদন্ত করেন যে দোষী তার কোন দল নেই, তার পক্ষে কোন সুপারিশ নেই আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করেন দোষীদের শাস্তি দেন,আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপির সাঃসম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক,খালেদা জিয়ার সৈনিক,তারেক জিয়ার নেতৃত্বে থাকতে চাই,তাই নেতা যে নির্দেশ দিবেন সব সময় আমরা তা পালন করব। দেশের নির্বাচনকে পিছিয়ে রাখার জন্য একের পর এক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে।কিশোরগঞ্জ উপজেলা বিএনপি প্রতিটি অপপ্রচারের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ।

পরিশেষে ওলামা দলের সাবেক সাঃ সম্পাদক হাফেজ মিজানুর রহমানের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ