শিরোনাম
জেলের ছদ্মবেশে অ্যাসিড নিক্ষেপ মামলার আসামিকে ধরল পুলিশ ভিডিওর কমেন্ট থেকে নম্বর নিয়ে পরিচয়, ২২ দিনেই বিয়ে; ব্যতিক্রমী ভালোবাসার গল্প প্রতিবন্ধী মাহফুজ-ইনায়ার কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১২ চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় কুড়িগ্রামের সেই জামায়াত নেতা বহিষ্কার কালীগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি ট্রেনের ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত, নিয়মের ব্যত্যয় ঘটেনি বেরোবির ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা সরকার এক দলকে কোলে নিয়ে আছে, আরেক দলকে কাঁধে জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে ‘ দেয়াল লিখনির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বেরোবি প্রতিনিধি / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “শেখ হাসিনা ফিরবে,জয় বাংলা”জুলাই শহীদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেয়াল লিখনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই)দুপুর ২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ।

তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার ও শাখা প্রধান বেলাল হোসেন।

এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য,এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় ছাত্রদল আহ্বায়ক আল আমিন হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। দেওয়াল লিখনির সঙ্গে যারা জড়িত তাদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের তা না হলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন।

এছাড়াও গভীর রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরিসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে ইত্যাদি লেখা দেখা যায়।

তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ ইলিয়াছ প্রামাণিক বলেন—

“গত ১৫ জুলাই রাতে ক্যাম্পাসে অন্যান্য দিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। তবুও কিছু দুষ্কৃতিকারী সেই নিরাপত্তা বলয় ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে দেয়াল লিখনের মতো নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত কাজ করেছে। তাদের এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় অঙ্গনে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা বলে মনে হচ্ছে। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় গভীরভাবে বিব্রত।

ঘটনার পরপরই অপরাধীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং আমি এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ইতোমধ্যে আমি ক্যাম্পাসের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের নির্দেশ দিয়েছি এবং সেগুলো আমরা সংগ্রহ করেছি। এ ছাড়া সিটি কর্পোরেশনের টেকনিক্যাল টিমের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সহযোগিতার মাধ্যমেই আমরা খুব শিগগিরই দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে সক্ষম হব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ