শিরোনাম
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি ট্রেনের ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত, নিয়মের ব্যত্যয় ঘটেনি বেরোবির ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা সরকার এক দলকে কোলে নিয়ে আছে, আরেক দলকে কাঁধে জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল জিয়াউর রহমানের মাধ্যমে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল: মুগ্ধর বাবা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আস-সুন্নাহ ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ অনুষ্ঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌন মিছিল ও দোয়া  প্রকাশ্যে চাপাতি হাতে ব্যাগ কেড়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে গেল, দাঁড়িয়ে দেখলো মানুষ রংপুরে তিন ব্যাংকের নিরাপত্তা গার্ডের কাছে ভুয়া অস্ত্রের লাইসেন্স ও অবৈধ আগ্নেয়াস্ত্র; গ্রেফতার ২, পলাতক ১
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী ও সুদের ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নীলফামারী / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহজাহান মিয়া (৩৫) নামে একজন সন্ত্রাসী ও সুদের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলার মৌজাপাঙ্গা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী। অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে ডোমার থানা পুলিশ।

আটক শাহজাহান মিয়া ওই এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও চেক নিয়ে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। পরবর্তীতে সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে তিনি দেনাদারদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

স্থানীয়দের অভিযোগ, তার সুদের ব্যবসার কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি কয়েক মাস আগে ঋণের চাপে একজন আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন,

“শাহজাহান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। তিনি মানুষকে ফাঁকা স্ট্যাম্প ও চেকে সই করিয়ে নিতেন। এ কারণে অনেক পরিবার পথে বসেছে। সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ