নীলফামারীর ডোমার উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহজাহান মিয়া (৩৫) নামে একজন সন্ত্রাসী ও সুদের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলার মৌজাপাঙ্গা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী। অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে ডোমার থানা পুলিশ।
আটক শাহজাহান মিয়া ওই এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও চেক নিয়ে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। পরবর্তীতে সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে তিনি দেনাদারদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
স্থানীয়দের অভিযোগ, তার সুদের ব্যবসার কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি কয়েক মাস আগে ঋণের চাপে একজন আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন,
“শাহজাহান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। তিনি মানুষকে ফাঁকা স্ট্যাম্প ও চেকে সই করিয়ে নিতেন। এ কারণে অনেক পরিবার পথে বসেছে। সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”