শিরোনাম
ঢাকা-বুড়িমারী রেল চলাচল নিয়ে হাইকোর্টের রুল জারি বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা ‘দুর্বল’ উল্লেখ করে পদত্যাগ দাবি জামায়াতের এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকে ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’, জানা গেল সম্ভাব্য তারিখ বিএনপিতে এক কোটি নতুন সদস্য নেওয়া হবে: রিজভী পীরগাছায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ বিয়ে করবে বলে ছেলে কত আশায় বাড়ি বানাল কিন্তু বউ আর আনতে পারলাম না’ জাল টাকার নোটসহ জালনোট প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকে ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’, জানা গেল সম্ভাব্য তারিখ

ডেস্ক রিপোর্ট / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’। চলতি বছরের ডিসেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১-২৪ ডিসেম্বরের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশের পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানতে চেয়ে সব বিভাগের সব প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

পরীক্ষার কাঠামো সম্পর্কে জানানো হয়, চলতি বছর বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (যেখানে উভয় বিষয়ের ৫০ শতাংশ করে প্রশ্ন থাকবে) এই ৪ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে ১০০। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে আড়াই ঘণ্টা। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম সাময়িক পরীক্ষার ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে বলা হয়েছে।

এ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তিন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। এগুলো হলো- সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বাছাই করে যথাসময়ে তালিকা পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা ও উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা এবং প্রয়োজনীয় কেন্দ্রসংখ্যা নির্ধারণ করে বিভাগভিত্তিক একীভূত তথ্য আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে (adgeneraldpe@gmail.com) পাঠাতে হবে। কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে এমন কেন্দ্রকে অগ্রাধিকার দিতে হবে, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা রয়েছে।

প্রসঙ্গত, এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।

এর আগে ২০০৯ সালের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ