শিরোনাম
জাতীয় সমাবেশে জামায়াত নেতার মৃত্যু রংপুরের সিও বাজারে এলপিজি গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন। দিনাজপুরে একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ: শহীদদের স্মরণে সবুজ বিপ্লব আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে : ডা. এজাজ রংপুরে টেলিগ্রাম অ্যাপে ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেওয়া দুই যুবক গ্রেফতার তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গী উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের আলোচিত মাহবুব ও সৈয়দ আলমের প্রধান লাঠিয়াল দস্যুতার অপরাধে গ্রেফতার। কিশোরগঞ্জে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নির্বাচনী মূখী করার লক্ষ্যে সাধারন সভা উগান্ডায় বোম পড়লেও কি বিএনপির দোষ? : আন্দালিব রহমান পার্থ এনসিপির মঞ্চ গুঁড়িয়ে দিল বিএনপি নেতাকর্মীরা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে ‘ দেয়াল লিখনির প্রতিবাদে ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “শেখ হাসিনা ফিরবে” দেয়াল লিখনের প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে সনাক্ত করে ব্যবস্থা না নিলে প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই, ২০২৫) দিবাগত রাত ১০টায় নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেন।

জানা যায়, শহীদ আবু সাঈদের ১ম মৃত্যু বার্ষিকীর দিনে চুপিসারে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’ শেখ ‘হাসিনাতেই আস্থা’ ইত্যাদি দেয়াল লিখনি লিখে যায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা ধারণা করেন,এগুলো হলে অবস্থানরত পোস্টেড নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছেন,বিশ্ববিদ্যালয় এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরে কারা এগুলো করেছে সিসিফুটেজ দেখে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন।

দেওয়াল লিখনির প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো:আল-আমিন ও সদস্য সচিব রাশেদ মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে শাখা ছাত্রদল।

বিক্ষোভটি ক্যাম্পাসের মেইন গেট থেকে শুরু হয়ে দুই হল প্রদক্ষিণ করে আবার মেইনগেটে সামনে এসে শেষ হয়।

এসময় রাশেদ মন্ডল বলেন, ” সারাদেশ আজকে শোকাহত। শোকের এই দিনে নিষিদ্ধ সংগঠন ও বাকশালের দোসরা দেয়াল লিখনি করে গেছে। কিভাবে ক্যাম্পাসের কড়া নিরাপত্তা পেরিয়ে তারা একাজ করলো? এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। কারা এর পিছনে দায়ী তা খতিয়ে দেয়া দরকার।”

মো: আল-আমিন বলেন, “নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আগামী ২৪ঘন্টার ভিতর দোষীদের বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দিব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ