১৬ বছর দেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তারা দেশে গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জুলাই গণআন্দোলনে আমরা ফ্যাসিস্ট বিদায় করতে সক্ষম হয়েছি। একটি দল অতীতে পাকিস্তানপন্থি রাজাকারদের রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসিত করেছিল। তারা বর্তমানে মুজিববাদ প্রতিষ্ঠা করতে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর কোনোদিন মুজিববাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। সোমবার বিকালে বরগুনা পৌর মার্কেট চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলটির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করিনি। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণআন্দোলন হয়েছে। কিন্তু, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সংস্কার ও বিচার সম্পন্ন না করা পর্যন্ত দেশে কোনও নির্বাচন হতে পারে না। জনগণ তা মেনেও নেবে না। নাহিদ ইসলাম বলেন, গত বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এবার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়েছে। প্রয়োজনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে তাদের দেশছাড়া করা হবে। তিনি এ বিষয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, বরগুনা একটি নদীমাতৃক ও অনুন্নত জেলা। এখানে অসংখ্য জেলে ও কৃষকের বাস। আমরা তাদের সন্তান। আমাদের বরগুনার উন্নয়নে কাজ করতে হবে। বরগুনার কাঙ্ক্ষিত উন্নয়নে এখানকার সন্তান এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বরগুনাবাসীকে এনসিপির সাথে কাজ করার আহবান জানান।