শিরোনাম
আজ ১৬ জুলাই, যেদিন বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী, ১০ হাজার বাস রিজার্ভ ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মীদের অপরাধের দায় বিএনপিকেই নিতে হবে: চরমোনাই পীর শ্যামাসুন্দরী খাল নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা দরপতন ঠেকাতে আরও ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক তিস্তার পানিতে ভাসতে পারে উত্তরের চার জেলা ২০২৫-২০২৬ইং অর্থবছরের জন্য সৈয়দপুর পৌরসভার ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা বাজেট ঘোষণা। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ। নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

আর কোনোদিন মুজিববাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না: নাহিদ

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

১৬ বছর দেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তারা দেশে গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জুলাই গণআন্দোলনে আমরা ফ্যাসিস্ট বিদায় করতে সক্ষম হয়েছি। একটি দল অতীতে পাকিস্তানপন্থি রাজাকারদের রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসিত করেছিল। তারা বর্তমানে মুজিববাদ প্রতিষ্ঠা করতে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর কোনোদিন মুজিববাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। সোমবার বিকালে বরগুনা পৌর মার্কেট চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলটির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করিনি। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণআন্দোলন হয়েছে। কিন্তু, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সংস্কার ও বিচার সম্পন্ন না করা পর্যন্ত দেশে কোনও নির্বাচন হতে পারে না। জনগণ তা মেনেও নেবে না। নাহিদ ইসলাম বলেন, গত বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এবার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়েছে। প্রয়োজনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে তাদের দেশছাড়া করা হবে। তিনি এ বিষয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, বরগুনা একটি নদীমাতৃক ও অনুন্নত জেলা। এখানে অসংখ্য জেলে ও কৃষকের বাস। আমরা তাদের সন্তান। আমাদের বরগুনার উন্নয়নে কাজ করতে হবে। বরগুনার কাঙ্ক্ষিত উন্নয়নে এখানকার সন্তান এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বরগুনাবাসীকে এনসিপির সাথে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ