শিরোনাম
তিস্তার পানিতে ভাসতে পারে উত্তরের চার জেলা ২০২৫-২০২৬ইং অর্থবছরের জন্য সৈয়দপুর পৌরসভার ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকা বাজেট ঘোষণা। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ। নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ আওয়ামীলীগকে পূর্নবাসনে মরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ  শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন, নয়তো এদের অস্তিত্ব থাকত না : ফজলুর রহমান এবার জামায়াত নেতার হামলায় প্রাণ গেলো বিএনপি নেতার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি, দিতে হবে আরও ডকুমেন্টস
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায়: নাহিদ

ডেস্ক রিপোর্ট / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং দুর্নীতি যে সিস্টেম টিকিয়ে রাখে আমরা সেই সিস্টেম এর পতন চাই। কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে একটি দল। তারা চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।

ঢাকায় মিটফোর্ড এলাকায় বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। এমন হত্যা ও চাঁদাবাজি বরগুনাবাসী দেখতে চায় না। তিনি বলেন, আপনারা প্রতিবাদ করুন, দেশবাসীকে জানান এই সরকারের প্রশাসনের ব্যর্থতা আর একটি রাজনৈতিক দলের চাঁদাবাজদের নির্মমতা।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনার সদর রোডে এক পথসভায় এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ বলেন, আমরা বরগুনার মৎস্য, কৃষি নানা সমস্যাসহ পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদী পুনর্বাসন করতে চায়। কিন্তু তা করতে দেয়া হবে না। এ সময় চাঁদাচাজ আর দখলদার মুজিববাদের পাহারাদার বলে শ্লোগান তোলেন।

পথসভায় উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা শুনেছি শেখ হাসিনা সরকার দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু বরগুনায় এসে দেখলাম তার কিছুই নাই। পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদের বরগুনার উন্নয়নের বিষয়ে অঙ্গীকার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি জুলাই আন্দোলনের সময় পুলিশ আমাদের নেতাকর্মীর ওপর অত্যাচার করেছে। আমরা পুলিশের এসপি, ওসিকে সতর্ক করে দিতে চাই, এরপর কোন দলের হয়ে কাজ করলে আগামীর বাংলাদেশে জায়গা হবে না। ২০২৪ সালে প্রাণ নিয়ে বেঁচে আছেন, এরপর জীবন নিয়ে বাঁচতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ