মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবেন। রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল জাজিরার।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, এটা তাদের আত্মরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছেন। তিনি সুন্দর করে কথা বলেন এবং তারপর সন্ধ্যায় তিনি সবাইকে বোমা মারেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘এখানে একটু সমস্যা আছে। আমি এটা পছন্দ করি না।’
ইউক্রেনে কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান ট্রাম্প।
এরআগে গত সপ্তাহে তিনি জানান, তার প্রশাসন ইউরোপে ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে তারা কিয়েভে অস্ত্র পাঠাতে পারে।
ট্রাম্প চলতি সপ্তাহে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। এসময় কিয়েভে অস্ত্র সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনে যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। তবে শান্তি চুক্তিতে সম্মত হতে পুতিনের অস্বীকৃতির হতাশ তিনি।
রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধে সংক্ষিপ্ত বিরতি দিতে রাজি হলেও, ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়া যুক্তি দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে কারণ, এতে কিয়েভ তার সেনাবাহিনী পুনর্গঠন এবং সশস্ত্র করার সুযোগ পাবে।
এরআগে গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, ‘পুতিন সবসময়ই ভালো, তবে দেখা যাচ্ছে এটা অর্থহীন।’
তবে জানুয়ারিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর, ট্রাম্প কিয়েভের প্রতি সমর্থন কমিয়ে আনতে পদক্ষেপ নিয়েছিলেন। সেসময় ওয়াশিংটনের সাহায্যকে মার্কিন করদাতাদের ওপর চাপ হিসেবে অভিহিত করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে বাধা হিসেবে অভিযুক্ত করেন।