পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলা–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সুবোধ চন্দ্র রায়।
মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন,
ক্লাইমেট স্মার্ট কৃষি এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কৃষি ব্যবস্থাকে হতে হবে আরও দক্ষ, টেকসই ও পরিবেশবান্ধব। এই মেলার মাধ্যমে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও অভিযোজন কৌশল ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
মেলায় ১০টি স্টলে প্রদর্শন করা হচ্ছে জলবায়ু সহনশীল ফসল, আধুনিক কৃষি যন্ত্রপাতি, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা, জৈব সার ও বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি। স্থানীয় কৃষক-কৃষাণীরা মেলায় ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাকছে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা এবং বিশেষজ্ঞদের পরামর্শ প্রদানের সেশন, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।