শিরোনাম
রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি লোডশেডিংয়ের সুযোগে নিয়ে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি রংপুরে আরও ৩ ডেঙ্গু রোগী, সারাদেশে হাসপাতালে ৩৩০; ২ জনের মৃত্যু ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা নয়— হাইকোর্টের রুল মিটফোর্ডের জনগণ যেটা পারেনি, ওয়ারী-টিকাটুলির মানুষ সেটা করে দেখিয়েছে’ পুতিন সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প অধিকার খর্বের অভিযোগে বাবা-মার বিরুদ্ধে সন্তানের মামলা, এটাই বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক দেশে সংস্কারের নামে সার্কাস চলছে: জিএম কাদের আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

মিডফোর্ডে হত্যাকাণ্ডের শিকার সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি। এছাড়া, দলটির পক্ষ থেকে সোহাগের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় তিনি নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘোষণা দেন। এসময় পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনসভায় নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এসেছি এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। সোহাগ শুধু রাজনৈতিক কর্মী নন, ছিলেন এক সংগ্রামী তরুণ। তার নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার কিছু নেই। আমরা চাই দ্রুত ও সুষ্ঠু বিচার হোক। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

জনসভায় নিহত সোহাগের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে দিনের আলোয় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে বলছি—এমন নিষ্ঠুরতা যেন আর কেউ না করে।

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। তাঁরা সবাই সোহাগ হত্যার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ