শিরোনাম
মিটফোর্ডের জনগণ যেটা পারেনি, ওয়ারী-টিকাটুলির মানুষ সেটা করে দেখিয়েছে’ পুতিন সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প অধিকার খর্বের অভিযোগে বাবা-মার বিরুদ্ধে সন্তানের মামলা, এটাই বোধহয় সতর্কতার কফিনে শেষ পেরেক দেশে সংস্কারের নামে সার্কাস চলছে: জিএম কাদের আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল দেবীগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন মৃত্যু অপরাধ বাড়ার দাবি পুরোপুরি সত্য নয় : অন্তর্বর্তী সরকার আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পির নিজেদের নির্দোষ দাবি করলেন ক্রিকেটার নাসির-তামিমা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

কিশোরগঞ্জে মাটি ছাড়াই সবজি চারা উৎপাদন করছে নিত্যানন্দ 

রাশেদ নিজাম শাহ / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

কিশোরগঞ্জ উপজেলায় মাটি ছাড়াই উন্নত জাতের সবজির চারা  উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উপজেলার পুটিমারী  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খানাপাড়া গ্রামের নিত্যানন্দ(৪৬)।চারা উৎপাদনে মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট ও প্লাস্টিকের ট্রে। নারিকেলের খোসা থেকে উৎপন্ন প্রাকৃতিক উপাদান কোকোপিট, মাটির বিকল্প হিসেবে চারা উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এসব চারার সঙ্গে মাটির কোন সম্পৃক্ততা নেই। মাটির স্পর্শ ছাড়াই প্লাস্টিকের ট্রেতে জৈব সার মিশ্রণ ও নারিকেলের ছোবরার মধ্যে বীজ বপন করে চারা উৎপাদন করা হয়।

মাধব স্মার্ট এগ্রো ভিলেজ নার্সারীর স্বত্বাধিকারী নিত্যানন্দ বলেন, এই নার্সারির উদ্দেশ্য হল ভালো মানের চারা উৎপাদন করা। মাটি বিহীন কোকোপিট দিয়ে সুস্থ সবল উন্নত মানের চারা তৈরি করছি। এখানে পলি হাউসে বীজ থেকে চারা উৎপাদন করছি। বৃষ্টির পানি বা অন্য প্রাকৃতিক আবহাওয়ায় চারা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। নেট দিয়ে ঘেরার কারণে পোকামাকড় আক্রান্ত করতে পারে না। রোদ বৃষ্টি সমস্যা নেই,তাপমাত্রা সঠিক থাকার কারণে সব চারা একই রকম হয়।কৃষকরা এখান থেকে সুস্থ ও উন্নত, ১০০% শিকড় যুক্ত  চারা কিনতে পারছেন।

নার্সারীতে কি কি জাত ও কতগুলো চারা আছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ৪০ হাজারের মধ্যে ২০ হাজার বিক্রি করছি,জাতের মধ্যে আছে ধুমকেতু কাঁচা মরিচ,বেগুন ৩ জাত ফিনলিডার,পারপলকিং,বক্সার,কপি রত্না,টমোটো স্মার্ট ১২১৭, লাউ,চিচিঙ্গা ও করলা আছে।আরোও চারা উৎপাদনের কার্যক্রম চলছে।

নার্সারী থেকে ৮০০ চারা ক্রেতা অধিকারী পারার স্বপন কুমার বলেন,উচ্চ ফলনশীল বেগুনের চারা ২ টাকা করে ৮০০ পিস নিয়েছি দাদার কাছ থেকে।

দেশিজাতের তুলনায় ফলনশীল বিধায় রোপন করতেছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে সব চারাই স্বাবলম্বী হয় ফলন ও বেশি হয়।সনাতন পদ্ধতির চেয়ে ১০-১৫ দিন সময় কম লাগে ফল আসতে।

উপজেলা কৃষি অফিসার লোকমান হোসেন বলেন, কিশোরগঞ্জ বেলে দোআঁশ মাটির একটি উপজেলা। এই উপজেলায় সবজি চাষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।সবজি চাষে কৃষকরা সাধারণত যে চারা ব্যবহার করেন গোড়াপচন  রোগ দেখা দেয়  এই গোড়াপচন রোগ থেকে প্রতিরোধ করতে পলিসেড হাউস সুবিধা জনক। নিত্যানন্দ রায় কোকো পিটের মাধ্যমে মাটি ছাড়াই বিভিন্ন সবজি চারা উৎপাদন করছেন।

পলিসেড হাউজ মূলত পলিথিন আবৃত সেট, এটা বিশেষ ধরনের একটি পলিথিন সেখানে আসলে পানি বা সেচ ব্যবস্হা ঠিক রাখলে ও সময় মত স্প্রে করতে হয় এটুকু কার্যক্রম করলে সুন্দর চারা উৎপাদন হয়। সনাতন পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে দ্রুততার সঙ্গে ফলন আসবে তাই আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি আপনারা পলিসেড থেকে চারা  ব্যবহার করুন অধিক ফলন বৃদ্ধি করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ