শিরোনাম
শহীদ জিয়ার সাধারণ মানুষের বিএনপি এখন প্রাইভেট ক্লাব’: আসিফ আকবর সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপে শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ নৌকা প্রতীক থাকবে, অন্তর্ভুক্ত হবে না শাপলা: ইসি অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায় : জামায়াত আমির চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী পিস টিভি’ ফের চালু করতে সরকারকে আইনি নোটিশ এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন। বিএনপিকে সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল গোলাম রাব্বানীর ভাই এএসপি রুহানীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে প্রভাবশালী চেয়ারম্যানের জমি দখলের চেষ্টা; বিষের বোতল নিয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

স্থানীয় রিপোর্ট / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বিষের বোতল হাতে স্ত্রী-সন্তানসহ সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড়ের এক ভুক্তভোগী পরিবার। তাঁদের অভিযোগ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান প্রভাব খাটিয়ে তাঁদের বংশীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। হামলা-মামলার হুমকির মুখে তাঁরা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে, আত্মহত্যা ছাড়া আর কোনো পথ দেখছেন না বলে জানান।

শনিবার (১২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি। সেখানে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আলম, শফিয়ার রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য।

তাঁদের ভাষ্য, হালুয়াপাড়া এলাকায় তাদের বংশীয় সম্পত্তি হিসেবে প্রায় ৭০০-৭৫০ বিঘা জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু শাহজাহানের বাবা বদিউজ্জামান কানুনগো থাকার সুযোগে জমির জাল দলিল তৈরি করে তা নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। বর্তমানে তাঁরা মাত্র ৪০ বিঘা জমিতে কৃষিকাজ করছেন, তাও হামলা ও হুমকির মুখে।

অভিযোগকারী পরিবারটি জানায়, প্রায়ই জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি, স্থানীয় প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয়রানি করানোর ঘটনাও ঘটেছে। সংবাদ সম্মেলনে একজন বলেন, ‘ভয়ভীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মরে যাওয়া ছাড়া উপায় নেই। আমাদের হাতে যদি কারও রক্ত লাগে, তার চেয়ে বরং নিজেরাই বিষ খেয়ে মরব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ বি এম আখতারুজ্জামান শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কারও জমি দখল করিনি, বরং তারাই আমাদের বিরুদ্ধে মামলা করেছে। ২৫ জুন বসার কথা ছিল, তারা বসেনি। এখন নিজেরাই নানা জটিলতা তৈরি করছে। আমরা চাই, গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ