শিরোনাম
রাজধানীসহ সারাদেশে বিক্ষোভের ডাক ছাত্রদলের তৃণমূল থেকে জেলা পর্যায়ে শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত বিএনপির ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে পরপর ককটেল বিস্ফোরণ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল চার উপদেষ্টার রংপুরে আগমন; বেরোবিতে ৬২ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ছাত্রদল দাঁড়ালে আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না, রাবি ছাত্রদলের হুঁশিয়ারি নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: ফখরুল জুলাই যোদ্ধাদের জন্য আজীবন ফ্রি চিকিৎসা সেবা ও ভাতা চালু
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে দোকান ভাঙচুর আহত-৪ 

মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার (১১জুলাই) সদ্য বিবাহিত দ্বীপ বসাক যৌতুকের টাকায় নতুন গাড়ি কেনে ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে আহত করেছে। এছাড়াও দোকানে থাকা ২টি ফ্রিজ, রক্ষিত মালামাল ভাংচুর করছে।

জানা গেছে, পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য বিবাহিতা দ্বীপ বসাক তার একটি নতুন প্রাইভেট কার  ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরাস্তা মোড়ে সড়কের পাশে থাকা ৪ জন পথচারীরকে আহত করে। এছাড়াও  মিঠুন ও শরিফ কনফেকশনারি দোকান ব্যাপক ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ বসাক তার শশুরের দেওয়া  নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা গিয়ে পথচারীদের ধাক্কা দেয়  এবং ২ টি দোকানে ঢুকে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শরিফ কনফেকশনারি সত্তাধিকারি জানান, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন দ্বীপ। আগে কখনো ডাইভিং শেখেনি,নেই কোন ডাইভিং লাইসেন্স।গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠেছে। আমি এবং আমার পার্শ্ববর্তী দোকান মিঠুন কনফেকশনারিতে ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।এছাড়াও চারজন পথচারী আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দ্বীপ মুঠোফোনে জানান, ভাই এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না  ক্ষতিগ্রস্তদের আমি পুষিয়ে দেবো ।

এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক মুঠো ফোনে জানান,ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি আসলে দুঃখজনক। অভিযোগ পেলে আইন আইনুগ ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ