বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন চলছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় ১১ জুলাই (শুক্রবার) রংপুর জেলার পীরগঞ্জে শহীদ আবু সাইদ এর কবর জিয়ারত করেন বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে দোয়া ও সহানুভূতি প্রকাশ করা হয়। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর সভাপতি
জনাব ইবরাহীম খলীল, রংপুর জেলা সভাপতি: মাওলানা নুর আলম সিদ্দীক, সহ-সভাপতি: মাওলানা শাফিউল আলম ও মাওলানা আব্দুল মমিন, জেলা সেক্রেটারী: মাওলানা মোহাম্মদ আলী, মহানগর সেক্রেটারী: মুফতি নিয়ামতুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক: মাওলানা মাহবুবুর রহমান সহ পীরগঞ্জ উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,
“শহীদ আবু সাঈদ আমাদের গর্ব। তার জন্য স্বৈরাচার পতন হয়েছে এবং দেশে নতুন করে স্বাধীনতা ফিরে এসেছে । আমরা তার রক্তের মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”
এই আয়োজন ছিল শুধু একটি কবর জিয়ারতের ঘটনা নয়, বরং একটি আদর্শিক শপথ — ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং শহীদদের রেখে যাওয়া আদর্শের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার প্রতিফলন।