রংপুরের গঙ্গাচড়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণ ও ভিডিও ধারণের পর আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই) নিহত গৃহবধূর বাবা হামিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বিশু মিয়ার স্ত্রী কাওছারা বেগম। বিশু মিয়া তার দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকা শহরে কাজ করতে যান।
ঘটনার দিন গত ৯ জুন দুপুরে বাড়ির পাশে পাটক্ষেতে পাটশাক তুলতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করেন এবং অপর দুই যুবক তা মোবাইল ফোনে ধারণ করেন।
পরে ধর্ষণের দৃশ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই চারজন তাকে হুমকি অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। শেষ পর্যন্ত নিরূপায় হয়ে ঘটনাটি ওই গৃহবধূ তার শ্বশুর হামিদুলকে জানান। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত সোমবার (৭ জুলাই) রাতে একটি উঠান বৈঠক হয়। সেখানে কাওছারা বেগম বর্বরোচিত ওই ঘটনার বর্ণনা দেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এদিকে, হামিদুল এই বিষয় নিয়ে কাওছারাকে নানাভাবে কটূক্তি ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে পরদিন মঙ্গলবার (৮ জুলাই) নিজ ঘরে আত্মহত্যা করেন কাওছারা। এ ঘটনায় কাওছারা বেগমের বাবা বাদী হয়ে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।