দক্ষিণ গাজা উপত্যকায় এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহতের নাম ক্যাপ্টেন রেই বিরান (২১)। তিনি গোলানি ব্রিগেডের রিকনিসেন্স ইউনিটে টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইসরায়েলের শোরাশিম শহরের বাসিন্দা ছিলেন।
আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, এই ঘটনা ঘটে গাজার খান ইউনিসে চলমান সামরিক অভিযানের সময়।জানা গেছে, সশস্ত্র হামাস সদস্যদের ব্যবহৃত ঘাঁটি বলে সন্দেহভাজন কয়েকটি ভবনে মাইন বসানোর কাজ করছিল ইসরায়েলি সেনারা। উদ্দেশ্য ছিল, ভবনগুলো ধ্বংস করে দেয়া যাতে সেগুলো সন্ত্রাসী কার্যক্রমে আর ব্যবহৃত না হতে পারে। খবর টাইমস অব ইসরায়েলের।
মাইন বসানোর কাজ শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ক্যাপ্টেন রেই বিরান স্প্লিন্টার বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।আইডিএফ জানিয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন, এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হিসাব অনুযায়ী, গাজার অভিযান চলাকালে সর্বমোট প্রায় ৮৮৭–৮৮৮ জন আইডিএফ সদস্য নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, গত ২২ মাসে গাজায় এই যুদ্ধে অন্তত ৮৮৭ ইসরায়েলি সৈনিক নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এপির তথ্য অনুসারে এখন পর্যন্ত মৃত্যু ৮৮৮ জনে পৌঁছেছে।