শিরোনাম
‘শাপলা’ প্রতিকের জন্য লড়াই চালিয়ে যাবে এনসিপি এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ; যেভাবে করা যাবে… এসএসসিতে যমজ দুই ভাইয়ের অবাক করা রেজাল্ট, জিপিএ ও প্রাপ্ত নম্বরও একই চীন সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জামায়াতের প্রতিনিধিদল সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর দিনাজপুর বোর্ডে পাসে এগিয়ে ঠাকুরগাঁও ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ ফাইভ; এসএসসি ফলাফলে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস ৩০ বছর পর দম্পতির এসএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির জয় সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে ট্রেনের নিচে ঝাঁপ, রেলওয়ে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলো কিশোরী
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি

ডেস্ক রিপোর্ট / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার যে প্রস্তাব দিয়েছিলেন আমরা তার ওপর মতামত গতকাল দিয়েছি। মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকার একটা ঘোষণাপত্রের মাধ‍্যমে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু ৭২-এর সংবিধানে তা অন্তর্ভুক্ত হয়নি। ২৪-এর মহত্ব ও গুরুত্ব বিএনপি যথাযথ মর্যাদা দেয়।

কিন্তু জুলাই যোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। সংবিধানের চতুর্থ তফসিলে জুলাই অভ‍্যুতথানেন চেতনা ও বর্তমান সরকারকে বৈধতা দেয়া যেতে পারে। কিন্তু যোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় ঐক্যমত কমিশনার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি এনসিপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি রাজনৈতিক দলের চাওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছে। কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা ঘোষণাপত্রের খসড়া বিএনপি মহাসচিবকে দিয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপি এর আগে গত ১২ ফেব্রুয়ারি একটি খসড়া সরকারকে দিয়েছিল। এরপর আর অগ্রগতি ছিল না।

এবারের খসড়ায় বিএনপির আগে দেওয়া মতামতের কিছু প্রতিফলন রয়েছে। গত বুধবার রাতে সরকারকে এবারের খসড়ায় মতামত জানানো হয়েছে।

জুলাই ঘোষণার মাধ্যমে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করছে এনসিপি। এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেছেন, রাজনৈতিক ঐকমত্য হলে ক্রান্তিকালীন বিধান-সংক্রান্ত সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। চতুর্থ তফসিলে রাখা যেতে পারে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

মূল সংবিধানে জুলাই ঘোষণাকে অন্তর্ভুক্ত করতে বিএনপির আপত্তি কেন প্রশ্নে সালাহউদ্দিন বলেছেন, জুলাই অভ্যুত্থানকে রাখলে, প্রশ্ন আসবে পঁচাত্তরের ৭ নভেম্বর বিপ্লব, নব্বইয়ের অভ্যুত্থান- কোথায় রাখা হবে?

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার মামলায় পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই অভ্যুত্থান-সংক্রান্ত জুলাই ঘোষণা চতুর্থ তফসিলে একটি প্যারায় রেখে স্বীকৃতি দেওয়া যৌক্তিক হবে। আরেকটি প্যারায় বর্তমান সরকারের স্বীকৃতি দেওয়া যেতে পারে, রাজনৈতিক ঐকমত্য হলে।

তবে এ ধারণাকে নাকচ করে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণা রাখতে হবে। তা রাষ্ট্র পরিচালনার পাথেয়। জুলাই ঘোষণার সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

বর্তমান সংবিধানই সংস্কার হলে, জুলাই ঘোষণাকে কীভাবে প্রস্তাবনায় রাখা যাবে- প্রশ্নে আখতার হোসেন বলেছেন, সংবিধান নতুন বা পুরাতন যা-ই হোক, জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। সংবিধানের বাইরে তফসিলে যোগ করা গ্রহণযোগ্য হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ