শিরোনাম
সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর দিনাজপুর বোর্ডে পাসে এগিয়ে ঠাকুরগাঁও ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ ফাইভ; এসএসসি ফলাফলে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস ৩০ বছর পর দম্পতির এসএসসি পাস, অদম্য ইচ্ছাশক্তির জয় সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ফেল করে ট্রেনের নিচে ঝাঁপ, রেলওয়ে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলো কিশোরী পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা  ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম: ইসি সানাউল্লাহ উচ্চপদস্থ নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

বিবিসির অডিও ফাঁসের পর ড.ইউনূসের ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান

ডেস্ক রিপোর্ট / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য, যিনি বর্তমানে ভারতে আশ্রিত। সম্প্রতি বিবিসি’র একটি অডিও ফাঁসের ঘটনায় নতুন করে এই দাবি তোলা হয়েছে, যেখানে শেখ হাসিনা গত বছরের ছাত্র বিক্ষোভ দমনে ‘গুলি চালানোর’ নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেন, “ভারতের উচিত এখন বিবেক ও নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যথার্থ অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আর তাকে রক্ষা করা ভারতের পক্ষে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।”

এই বিবৃতি আসে বিবিসি বাংলার এক রিপোর্টের পর, যেখানে শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেই ফোনালাপে তাঁকে বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে কঠোর দমনপীড়নের নির্দেশ দিতে শোনা যায়।

সরকারের মুখপাত্র শফিকুল আলম এক্স-এ (পূর্বতন টুইটার) লিখেছেন, “আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক বা রাজনীতির কৌশল শেখ হাসিনার মতো একজন নেত্রীকে সুরক্ষা দেওয়ার অজুহাত হতে পারে না, যিনি নিজ দেশের নাগরিকদের হত্যা করেছেন।”

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১,৪০০ জন বিক্ষোভকারী নিহত হন। সেই সময় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়।

এই বিক্ষোভই শেষ পর্যন্ত প্রায় ১৬ বছর দীর্ঘ আওয়ামী লীগ শাসনের পতনের কারণ হয় এবং ৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

আদালতে বিচার চলছে

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ, ১০ জুলাই, আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কি না—সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত সপ্তাহে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়, যদিও সেটি অনুপস্থিতিতে।

ভারতের কাছে ফেরত পাঠানোর আবেদন

গত বছর ডিসেম্বরেই বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছিল। ভারত সে চিঠি গ্রহণ করলেও এখনও কোনো মন্তব্য করেনি।

মুহাম্মদ ইউনুস জানিয়েছেন, তিনি সম্প্রতি থাইল্যান্ডে BIMSTEC সম্মেলনের সময় এই বিষয়টি ভারতীয় প্রতিনিধিদের সামনে আবার তুলেছেন।

পরিস্থিতি থমথমে

আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, নেতা এবং কর্মকর্তারা বর্তমানে কারাগারে বা আত্মগোপনে রয়েছেন। রাজনৈতিক পরিস্থিতি এখনো অস্থির, তবে নতুন সরকার বিচারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলেই জানান অন্তর্বর্তী সরকারের মুখপাত্ররা।

বিশ্ব গণমাধ্যমের নজর এখন বাংলাদেশের দিকে। বিবিসির মতো সংস্থার তদন্ত যদি প্রমাণ করে শেখ হাসিনার ভূমিকা সত্যিই অপরাধমূলক ছিল, তবে আন্তর্জাতিক মহলের নীরবতা অনুচিত হবে—এমনটাই বলছে অন্তর্বর্তী সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ