শিরোনাম
রংপুরের পীরগাছায় পুকুরে বাস উল্টে নিহত ৩, আহত অর্ধশতাধিক রাত পোহালেই এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে এনসিপির কার্যালয়ে সামনে আবারও ককটেল বিস্ফোরণ প্রতীক হিসেবে থাকছে না শাপলা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পঞ্চগড়ে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর আরও চার নেতাকে শোকজ ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ট্রাম্প, ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত রংপুরে আরোগ্য ক্লিনিকে অভিযান, ওটি সিলগালা ও জরিমানা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে লেয়ার মুরগি পালনে সফল খামারিরা

রাশেদ নিজাম শাহ  / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

বেকারত্ব দূরীকরণসহ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যম হিসেবে অনেকেই এখন লেয়ার মুরগি পালনকে পেশা হিসেবে গ্রহণ করছেন।  বিভিন্ন জাতের লেয়ার মুরগি পালন করে উদ্যোক্তা হয়ে তরুণ-যুবকরা পরিবার ও সমাজে অবদান রাখছেন। তেমনিভাবে সফল হয়েছেন কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের ভিতরবন গ্রামের মন্জুরুল  আলম ও বিন্যাকুড়ি বড় ডিগির পারের বেলাল হোসেন।

কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের ভিতরবন গ্রামের মন্জুরুল আলম ব্যবসায় হোচট খেয়ে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিদেশে পাড়ি দেয়ার প্রস্তুতিও সম্পর্নের  পথে ছিল এরই মধ্যে এক আত্মীয়ের পরামর্শক্রমে লেয়ার খামার করার সিদ্ধান্ত নেন। ৬ মে ২০২৪ সালের বাড়ির পাশে ৩ শতক জমির উপরে তৈরী করেন ১১০০ লেয়ার মুরগি পালনের কাঠামো। ঘর,পানি,বিদ্যুৎ ও মুরগি থাকার খাচা সহ  খরচ প্রায় ৩ লাক্ষের মত।লেয়ার মুরগির বাচ্চা তোলেন ১১০০ যার মুল্য ছিল ১১৫ টাকা হারে ১,২৬,৫০০ টাকা।এখন পর্যন্ত মুরগির মৃত্যু সংখ্যা ৩০ টি।পাঁচ  মাস পরে ডিম পেতে শুরু করেন, প্রথমের দিকে ডিম কম আসলেও ছয় মাস পরে ভাল উৎপাদন আসতে থাকে, প্রতিদিন ৯০০ থেকে ৯৫০টি পর্যন্ত ডিম পাচ্ছেন বলে তিনি জানান। ডিমের বাজারের উপর ভিত্তি করে খাদ্য, ভ্যাকসিন, বিদ্যুৎ খরচ বাদ দিয়েও গড়ে প্রতিদিন ১৫০০ থেকে সর্বচ্চো ২৫০০ টাকা পর্যন্ত লাভ আসতেছে।

আলম হোসেন বলেন,বর্তমানে প্রতি মাসে এখান থেকে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা উপার্জন করতে পারব বলে মনে হয়। সামনে খামারটি বড় করার ইচ্ছা আছে আমার।

আর এক খামারী বেলাল হোসেন বলেন,আমি ৭ বছর থেকে লেয়ার খামারের সাথে যুক্ত।গত ১ বছর আগে ১৯০০ মুরগি নতুন ভাবে উঠাই ১০০ মত মারা গেছে ১৮০০ মুরগি থেকে ১৭০০ ডিম পাচ্ছি বর্তমানে।

সতর্কতার বিষয়ে জিজ্ঞেস করলে বলেন,সঠিক সময়ে খাবার, পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভ্যাকসিন করতে হবে।

লাভ ও লস এর বিষয়ে বলেন,খাদ্যের দাম ও ডিমের বাজারের উপরে লভ্যাংশ উঠানামা করে। ১০০০ মুরগিতে ২৫০০ থেকে ৫০০০ পর্যন্ত সময় ভেদে মুনাফা আসে আবার অনেক সময় আসল বা লসেও ডিম বিক্রি করতে হয়। ১২ মাস গড় হিসাবে বর্তমানে ১০০০ মুরগিতে ৪৫০০০ থেকে ৭০০০০ মত আসতেছে ।

নতুন খামারীর উদ্দেশ্যে তিনি বলেন,অবশ্যই অভিজ্ঞ লোকদের কাছে পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাটেরিনারি সার্জন ডাঃ নাহিদ ইসলাম বলেন, বর্তমানে লেয়ার খামার করার জন্য অনেকে এগিয়ে আসতেছে।দেশে ডিমের চাহিদা পূরণের জন্য লেয়ার খামারিরা অবদান রাখছেন। তবে নতুন খামারিদের উদ্দেশ্যে বলতে চাই,খামারিরা অনেক সময় বুঝে বা না বুঝে ভুল করে থাকেন। খামারিদেরকে  সঠিক সময়ে ভ্যাকসিন করতে হবে।লেয়ার মুরগির ভাইরাসজনিত কিছু রোগ দেখা দেয়,রানীক্ষেত,গামব্রো,মারেক্স,কলেরা এছাড়া সালমোনেলা সংক্রামক ব্যাধি লক্ষ্য করা যায় আবার গরমের সময় হিট স্ট্রোক দেখা দেয়।ভ্যাকসিনের ব্যাপারটি গুরুত্ব দেন না বলে অনেক সময় লসের মধ্যে চলে যায় খামার।এছাড়া খাবার,পানির পত্র,ঘর সময়মত পরিষ্কার, জীবানু নাশক স্প্রের ব্যবহার করতে হবে।

পরিশেষে বলতে চাই,সবাই জেনে বুঝে করার চেষ্টা করবেন। সঠিক গাইডলাইন মেনে চলতে হবে। অভিজ্ঞদের পরামর্শ নিবেন বা আমাদের নির্দেশনা মেনে চলবেন আশা করি লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ