শিরোনাম
রংপুরের পীরগাছায় পুকুরে বাস উল্টে নিহত ৩, আহত অর্ধশতাধিক রাত পোহালেই এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে এনসিপির কার্যালয়ে সামনে আবারও ককটেল বিস্ফোরণ প্রতীক হিসেবে থাকছে না শাপলা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পঞ্চগড়ে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর আরও চার নেতাকে শোকজ ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ট্রাম্প, ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম বন্যা পরিস্থিতির কারণে বৃহস্পতিবার মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত রংপুরে আরোগ্য ক্লিনিকে অভিযান, ওটি সিলগালা ও জরিমানা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

হাকিমপুরে ইউপি সদস্য হারুন মেম্বারের মৃত্যু: পরিবারের সন্দেহ, ময়নাতদন্তের নির্দেশ

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। পরিবারের দাবি, তাঁর মৃত্যুকে সন্দেহজনক মনে হচ্ছে। পুলিশ ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গতকাল (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টায় হারুন মেম্বার বাড়ি থেকে কিছুটা দূরে (প্রায় আধা কিলোমিটার) খাড়ির পাশের একটি তালগাছ ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তখন তিনি নিজেই কোনোভাবে মোবাইল ফোনে গ্রামের কয়েকজনকে জানান যে তিনি ওই স্থানে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে গ্রামের তিন-চারজন ব্যক্তি দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান।

তবে চিকিৎসক জানান, তাঁর অবস্থা গুরুতর। তখন স্থানীয় লোকজন দ্রুত তাঁকে বগুড়া পুলিশ প্রশাসনের অধীনে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি থাকা অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় হারুন মেম্বারের মরদেহ নিজ বাড়িতে আনা হয়। এ সময় তাঁর বড় ছেলে—যিনি নৌবাহিনীতে কর্মরত—পিতার মৃত্যু সন্দেহজনক মনে করে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল এসপি উপস্থিত হয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মরহুম হারুন মেম্বারের পিতার নাম মজিদ মিয়া। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ