শিরোনাম
নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায় বিনামূল্যে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে গুরুতর আহতরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ইন্টারনেট ব্ল্যাকআউট স্মরণে ১৮ জুলাই বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা কিশোরগঞ্জে লেয়ার মুরগি পালনে সফল খামারিরা ফোনে কল করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫ সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭ সনাতন ধর্ম ত্যাগ করে একইসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা ও ছেলে ইউটিউবের লাইভ ক্লাসে অশ্লীলতা; ‘অন্বেষণ’ কোচিং-এর বিরুদ্ধে থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে খাঁচায় বন্দি চার সন্তান নিয়ে রাস্তায় ঘুরছেন মা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ভেসে উঠল সাগরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ

ডেস্ক রিপোর্ট / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

২৪ ঘন্টারও বেশি সময় পর মিললো কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ। বুধবার (৯ জুলাই) কক্সবাজার সমিতিপাড়ার সমুদ্র সৈকতে ভেসে উঠে আসিফের মরদেহ। নিহতের ভাইয়ের বরাতে এ তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত। একইসঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী।

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন। নিখোঁজ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন এটি আসিফ আহমেদেরই মরদেহ।’

জানা যায়, সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। তারা হলেন-কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এরমধ্যে গতকাল সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন বাকি দু’জন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠে। তবে, এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

সাবাবের মরদেহ গতকাল পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তার বাড়ি ঢাকার মিরপুরে। আসিফ এবং অরিত্র দুজনেই বগুড়ায় সন্তান।

বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা শেষ ঘুরতে গিয়ে গতকাল মঙ্গলবার সকালে হিমছড়ি জাদুঘর এলাকার বীচে এই দুর্ঘটনার শিকার হয় ৩ শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী সূত্রে জানা যায়, তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন। সোমবার রাতে হিমছড়ির উদ্দেশ্যে বের হয়ে রাতে সেখানে অবস্থান করেন। পরে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বীচে নামেন।

সহপাঠী ফারহান বলেন, শুরুতে কারোরই বীচে নামার ইচ্ছে ছিলোনা। কিন্তু সাবাব শুরুতে নেমে পড়ে। তাঁর দেখাদেখি আসিফ এবং অরিত্রও নেমে পড়ে গোসলে। শুরুতে ঢেউ বেশি ছিলোনা। কিন্তু হঠাৎ বড় ঢেউ আসতে শুরু করে, তাঁরা উঠে আসার চেষ্টা করেছে কিন্তু পারেনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল সাবাবের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে পাঠানো হয়েছে। আজ সকালে আসিফের মরদেহ ভেসে এসেছে। কিন্তু এখনো অরিত্র হাসানের কোনো খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অনুসন্ধান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ