শিরোনাম
জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে ২৫ কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক যুদ্ধবিরতির মধ্যেই চীন থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেলো ইরান জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল নীলফামারীর জলঢাকায় এক কলেজেই তিন অধ্যক্ষ! সময় ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো ওসি শাহ আলমকে বদলি এবার নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদুজ্জামান নূর কিশোরগঞ্জ উপজেলার সুধী সমাজের সাথে মতবিনিময় সভা বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম এনসিপি বাংলাদেশপন্থি, দিল্লি-লন্ডন-আমেরিকার ওপর নির্ভর করে না : হাসনাত
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

ঘুষ নিয়ে নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিলেন এএসআই

ডেস্ক রিপোর্ট / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত ৮টায় লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবুর দায়ের করা নাশকতার মামলার আসামি মো. জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে লোহাগড়া থানার এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। পরে ৬ জুলাই মামলার বাদী বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে লেখালেখি করলে ভাইরাল হয়ে যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘুষ লেনদেনের অভিযোগ ছাড়াও অভিযুক্ত এএসআই ইলিয়াসের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ছিল। তিনি বিভিন্ন সময়ে পুলিশ ভেরিফিকেশনের নামে ১০ হাজার টাকা ঘুষ নিতেন। এসব অভিযোগ প্রশাসনের নজরে আসায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট। এমন ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু বলেন, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হোক। পুলিশের মধ্যে থাকা এসব দুর্নীতিবাজের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। প্রাথমিক সত্যতা মেলায় এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ