শিরোনাম
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

নারী ছাড়া আন্দোলন সফল হতে পারে না: সামান্তা শারমিন

ডেস্ক রিপোর্ট / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নারী ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, ‘নাটোর ব্রিটিশ আমল থেকেই দেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। এখান থেকেই ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। নাটোরের রানী ভবানীর সংগ্রাম আমাদের মনে আছে। নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নাটোরের মানুষের অবদান আমরা কখনো ভুলব না।’

পথসভায় দলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় এনসিপির সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ