লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগরের হাড়ীভাঙায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরী সাইফুল ইসলাম (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ৭ জুলাই সকালে লালমনিরহাট সদর উপজেলার হাড়ীভাঙা দরগাহ পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলছিলো ওই নৈশ প্রহরীর মরদেহটি। সকাল নয় টায় স্কুল এসে মরদেহটি দেখতে পায় ওই বিদ্যালেয়ের শিক্ষক ময়না বেগম। পরে তিনি প্রধান শিক্ষক সহ স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সাইফুলের পরিবারের লোকজন।
মরদেহটি উদ্ধার হওয়ার ব্যক্তি হাড়ীভাঙা এলাকার মৃত গফুরের ছেলে। তিনি বিদ্যালয়টিতে ২০১৪ সাল থেকে কর্মরত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান সাইফুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি বিদ্যালয়ের কাজ অনেক আন্তরিকতার সাথেনকরতেন। ময়না তদন্তের ছাড়াই সাইফুলের পরিবার লাশটি দাফন করার জন্য পুলিশের কাছে থেকে নিয়ে গেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী সরকার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে।