শিরোনাম
কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন অস্ত্রসহ আটক আ.লীগ নেতার তথ্যসূত্রে বিএনপি নেতার বাড়িতেও মিলল অস্ত্র ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী গ্রেফতার প্রেমের টানে রংপুরে ভারতীয় যুবক, এসে জানলেন প্রেমিকা বিবাহিত থানায় হামলা ও ভাঙচুরের দুই মামলায় গ্রেপ্তার ১৮ স্কুলছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষকসহ বহিষ্কার ২ এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুথিদের ২৪ ঘন্টায় আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদকদ্রব্য বিক্রি, গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির সময় বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি তাদের গ্রেফতার করে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন— মৃত হাজী মেছের আলীর ছেলে ময়েজ উদ্দিন (৭৩), ময়েজ উদ্দিনের ছেলে মো. খোকন (৩৫), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হাফিজুর (৩৫), সাইদুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৬) এবং ওহাব আলীর ছেলে ছারু খান (২৯)। তাদের বাসা তানোরের মাসিন্দা ও রাইতান বড়শো গ্রামে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর তানোর থানাধীন কালীগঞ্জ বাজারস্থ মাদক কারবারি মো. ময়েজ উদ্দিনের ওষুধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে মাদক কারবারিদের নিকট বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং একটি আভিযানিক দল ওই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে এবং ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলা ও তানোরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের কাছে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৬৫ পিস, মোবাইল ও সিম ৫টি করে ১০টি এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ