গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। ফিলিস্তিন সংকট নিয়ে কড়া অবস্থান নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে লুলা বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে, তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান নিয়ে তিনি বলেন, ‘সমাধান একটাই—ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।’
দুই দিনব্যাপী এই ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়া দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
সম্মেলনে পশ্চিমা আধিপত্যের সমালোচনার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের এ ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিকস জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল।