শিরোনাম
বৈষম্যবিরোধী দুই নেতার বিরুদ্ধে ১০ লাখ চাঁদা দাবির অভিযোগ, অডিও ফাঁস ‘রুমিন আপা, ধানমন্ডি ৩২ নম্বর পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না।’ : ইলিয়াস হোসেন ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী’র মায়ের দাফণ জানাযা সম্পন্ন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে: ফখরুল জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১০ জুলাই রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদকদ্রব্য বিক্রি, গ্রেফতার ৫ ব্রিকস সম্মেলনে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

বীরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১০

স্থানীয় রিপোর্ট / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

দিনাজপুর বীরগঞ্জে বিআরটিসির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিআরটিসির বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। বাসটি খাদে পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।

নিহতের নাম সুকুমার মহন্ত (৪৬)। তিনি রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যাধিক ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ