রংপুরের পীরগঞ্জে বড় ফলিয়া গ্রামের সোহেল রানাকে হত্যাকারীদের গ্রেফতার ও প্রধান আসামি মনিরুলের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ০৬/০৭/২৫ ইং রোজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা জামায়াতের সুরা সদস্য রংপুর -৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, নিহতের বাবা শহিদুল ইসলাম, নিহত সোহেলের মা মরিয়ম বেগম, স্ত্রী জান্নাতুন বেগম, মাহবুবার প্রমুখ ।
উল্লেখ্য গত ৩০ জুন উপজেলার বড়ফলিয়া গ্রামে জমিতে কলা কাঁটাকে কেন্দ্র করে বিরোধের জেড়ে প্রতিপক্ষ মনিরুল ইসলামের লোকজনের প্রহারে একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র সোহেল রানা নিহত হয় । এতে শহিদুল ইসলাম বাদি হয়ে মনিরুল ইসলামসহ ১০ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নিহত সোহেলের মা মরিয়ম বেগম মনিরুল ইসলামের ফাঁসির দাবিতে অশ্রুসিক্ত নয়নে বলেন ওরা মোক মারি ফেলালো না, মোর সোনার ছেলেকে এভাবে নাটি দিয়ে মাতা টায় ডাঙ্গাল বাবা পরে মোর ছোল মারি ফেলালো । মনিরুল সহ সবার ফাঁসি চাও মুই ফাঁসি চাও ।
পুলিশ ইতিমেধ্যে প্রধান আসামী মনিরুলকে গ্রেফতার করেছে । উক্ত মানববন্ধনে উক্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক পুরুষ মহিলা উপস্থিত ছিলেন ।