শিরোনাম
বিএনপি নেতার নামে রাজনৈতিক মামলা, তারেক রহমানের দৃষ্টি চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন  আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: সারজিস আলম কু‌ড়িগ্রা‌মে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত, চীনের হুঁশিয়ারি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেও যোগ না দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন ঢাবির ছাত্র হাবিব সাদুল্লাপুরে ধর্ষণ মামলা করে নিরাপত্তাহীন বাদীর পরিবার আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ২৫০ ভারতীয় সেনা নিহত, গোপনে জানাচ্ছে সম্মান হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ধর্ষণের শিকার হয়ে বিষপান, হাসপাতালে তরুণীর মৃত্যু

স্থানীয় রিপোর্ট / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে ধর্ষণের পর বিষপান করে হাসপাতালে ভর্তি থাকা এক তরুণীর মৃত্যু হয়েছে।

১৫ দিন চিকিৎসাধীন থাকার শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত তরুণী বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামের বাসিন্দা।

এর আগে তাকে গত ২১ জুন প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ধর্ষণের ঘটনায় নিহত তরুণীর বাবা গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক মো. মোসলেম উদ্দিন (৫৮) ভুক্তভোগী তরুণীর বাবার প্রতিবেশী চাচা। সেই সম্পর্কে ওই তরুণী তাকে দাদা বলে ডাকতো এবং অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাদের বাড়িতে থাকতো। গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তরুণী বিষপান করে। পরে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ্য হলে সে জানায় দাদা সম্পর্কের ওই ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে প্রায়ই ধর্ষণ করত। ২৭ মে রাতেও ঘরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ২১ জুন লোকলজ্জায় সে বিষপান করে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ দিমেক হাসাপাতালের মর্গে রয়েছে। রোববার ময়নাতদন্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ