শিরোনাম
বিএনপি নেতার নামে রাজনৈতিক মামলা, তারেক রহমানের দৃষ্টি চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন  আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: সারজিস আলম কু‌ড়িগ্রা‌মে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত, চীনের হুঁশিয়ারি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেও যোগ না দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন ঢাবির ছাত্র হাবিব সাদুল্লাপুরে ধর্ষণ মামলা করে নিরাপত্তাহীন বাদীর পরিবার আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ২৫০ ভারতীয় সেনা নিহত, গোপনে জানাচ্ছে সম্মান হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও থেকে অপহৃত কলেজছাত্র দিনাজপুরে উদ্ধার, আটক ২

স্থানীয় রিপোর্ট / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার কলেজছাত্র আমির হোসেন (২৪) অপহরণের দুই দিন পর দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর তৃতীয় তলার ৩১৪ নম্বর কক্ষ থেকে আমির হোসেনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল থানার সাপাহার (কাঞ্চন জংশন) এলাকার জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন (২৬) এবং একই থানার দোগাছি পশ্চিম পাড়া এলাকার মাজেদুর রহমানের ছেলে রেহান ইসলাম (২০)।

ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, ‘গত ৩ জুলাই বোদা উপজেলার পাথরাজ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওইদিন বিকেলে তিনি ভূল্লী থানাধীন খলিশাকুড়ি এলাকার আলহাজ মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে পৌঁছালে তাকে অপহরণ করা হয়।’

উদ্ধার হওয়া আমির হোসেন ভূল্লী থানার সিঙ্গিয়া (হাজীপাড়া) এলাকার বাসিন্দা আজাদ হোসেনের ছেলে।

পরদিন ৪ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে ভিকটিমের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, ‘আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। সে একটি সমস্যায় পড়েছে। এখনই ৫০ হাজার টাকা পাঠালে ছেড়ে দেওয়া হবে, না হলে তার লাশ বাড়িতে পাঠানো হবে।

পরিবার বিষয়টি দ্রুত ভূল্লী থানা পুলিশকে অবহিত করলে, পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের হোটেল থেকে অপহরণকারীদের আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, ‘ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ