শিরোনাম
থানায় হামলা ও ভাঙচুরের দুই মামলায় গ্রেপ্তার ১৮ স্কুলছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষকসহ বহিষ্কার ২ এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হুথিদের ২৪ ঘন্টায় আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, জয় আমাদের সুনিশ্চিত : মির্জা ফখরুল কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

ইসলামি দলগুলোর কথা ও কাজের মিল নাই : বিএনপি নেতা হারুন

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে কতিপয় ইসলামিক দল আছে। যারা দলের নামের পেছনে ইসলাম নাম দিয়ে রেখেছে। তারা রাজনীতি করে, ভোট করে কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মোড়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, একবার বলছে স্থানীয় সরকার নির্বাচন চাই, আবার বলছে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। আবার কখনো বলছে নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই যারা বলছেন তারা গণতন্ত্রের শত্রু বলেই আমরা মনে করি। কারণ যারা এ কথা বলছে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করছে এবং তাদের অফিসগুলো খোলা আছে কিন্তু গত ১৫ বছরে তারা অফিস খুলতে পারেনি। বর্তমান সময়ে সব রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে বা ভণ্ডুল করতে চায় তাদের বলতে চাই জনগণ আপনাদের চিহ্নিত করবে গণতন্ত্রের শত্রু হিসেবে।

নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে তিনি বলেন, এখন আবার তারা বলছে পিআর সিস্টেমে ভোট চাই। যারা পিআর পদ্ধতির কথা বলছে তারা ৫ আগস্টের পর মনে করেছিল তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু ভোটের হিসাব-নিকাশ করে তারা দেখছে তিনটা সিট পাবে কি না সন্দেহ। তারা ভাবছে আগে বিএনপির সঙ্গে জোট করে ভোট করে তাও তো কয়েকটি সিট পেয়েছি। এখন একা একাই ভোট করতে হবে। তাই তারা বলছে ভোটের পরিবেশ নাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ