শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

অ্যাসিড দগ্ধ পরিবারের পাশে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

যশোরে অ্যাসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতা আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

শুক্রবার (০৪ জুলাই) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান তারেক রহমানের পক্ষে বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই অ্যাসিডে রিপা, তার তৃতীয় শ্রেণি পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরে শরীর বেশি দগ্ধ হয়।

এদিকে গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর শুক্রবার সন্ধ্যায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতারা যশোর জেনারেল হাসপাতালে অ্যাসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন।

বিএনপি নেতা অমিত বলেন, নির্যাতিত নারী-শিশুদের পাশে বিএনপি আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। এ ছাড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, ‘আমরা হতদরিদ্র মানুষ। ন্যায়বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।’

অ্যাসিড হামলার বিষয়ে ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে। আহতের বাবা জামাত হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ