শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা

ডেস্ক রিপোর্ট / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"transform":1,"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ধামরাইয়ে একটি বিয়ে নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হবু পুত্রবধূর নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রের বাবা।

কিছুদিন আগে তার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সে নাচে অংশ নেয়। অশ্লীল ও দৃষ্টিকটু সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়ে পাত্রের এলাকায়। বিষয়টি নিয়ে গ্রামে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ভিডিওটি পাত্রের বাবাকে দেখিয়ে কটাক্ষ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় কনের বাবার সঙ্গে পাত্রের বাবার উত্তপ্ত কথোপকথন হয়। কনের বাবা ফোনে বিয়ে ভাঙার প্রতিবাদ করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। উত্তরে পাত্রের বাবা বলেন, “আমাকে ফাঁসিতেও ঝুলাতে পারেন, তবু এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে উঠবে না। সব খরচ আমি দিয়ে দেব, কিন্তু এই বিয়ে হবে না।”

পাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কলেজপড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের বিয়ের দিন ঠিক ছিল। কিন্তু ভিডিওর কারণে আমার বাবা রাজি হচ্ছেন না। অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই মানতে চাইছেন না।”

বিয়ে ভাঙার কারণ জানতে চাইলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, “কনে তার শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে এমনভাবে নেচেছিল যা আমাদের এলাকার রীতিনীতির সঙ্গে যায় না। গ্রামের অনেকেই ভিডিওটি দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাই হাজী সাহেব (পাত্রের বাবা) সিদ্ধান্ত নেন, এমন মেয়ে তিনি ঘরে আনবেন না।”

এ বিষয়ে কনের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি এবং অনুরোধ করেন সংবাদটি প্রকাশ না করার। সকল পক্ষের অনুরোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ