শিরোনাম
আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ : এটিএম আজহার জামায়াতের জনসভা মঞ্চে শহীদ আবু সাঈদের বাবা-ভাই আপনি একদিন ভোট বিক্রি করবেন, তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে: হাসনাত আফগান সীমান্তে ‘ভারত-সমর্থিত’ ৩০ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের একদিনে আরও ২০৪ জনের ডেঙ্গু শনাক্ত আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: আবু সাঈদের ভাই ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই: ফয়জুল করীম রংপুরে জামায়াতের জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি: নাহিদ ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

পীরগঞ্জে জমির কলা কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত।

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ৩০ জুন বিকেলে।

জানা গেছে, বড়ফলিয়া গ্রামের গেন্দা শেখের পুত্র শহিদুল ইসলাম তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে কলা রোপণ করেন। পরবর্তীতে কলা পরিপক্ক হলে, একই গ্রামের মোজাম্মেল হকের পুত্র মনিরুল ইসলাম ওই জমির কলা কাটতে না দেওয়ার হুমকি দেন এবং ঘটনার দিন লাঠিয়াল বাহিনী নিয়ে সেখানে গিয়ে কলা কাটতে শুরু করেন।

এ সময় শহিদুল ইসলাম ও তার পুত্র সোহেল রানা বাঁধা দিলে, মনিরুল ইসলামের লোকজন তাদের বেধড়ক মারধর করে। এতে শহিদুল এবং তার পুত্র সোহেল রানা গুরুতর আহত হন।

পরে তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ৩ জুলাই বিকেল ৩ টায় সোহেল রানা (২২) মৃত্যুবরণ করেন।

এদিকে জমি সংক্রান্ত এ ঘটনায় পিতা-পুত্র গুরুতর আহত হওয়ার খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে মামলা দায়ের করে। মামলার নম্বর: ৩/২-৭-২৫ ইং।

আজ ৪ জুলাই, পূর্বে দায়েরকৃত মামলাটি হত্যার মামলায় রূপান্তর করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ