শিরোনাম
আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এ টি এম আজহারুল ইসলাম ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসা পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়: গোলাম পরওয়ার হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল? বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা পীরগঞ্জে জমির কলা কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত। গণহত্যার বিচার এবং সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র নিশ্চিত করব: নাহিদ যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, পরীক্ষা বাতিল
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

গণহত্যার বিচার এবং সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র নিশ্চিত করব: নাহিদ

স্থানীয় রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারী থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, পঞ্চগড়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন সারজিস আলম। এখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা, চা শ্রমিকদের মজুরি সমস্যা তুলে ধরেছেন। আমরা একটি নতুন রাজনীতির উদ্দেশে আপনাদের কাছে এসেছি। আমরা অভ্যুত্থানের পরে রাজপথ থেকে সরে যাইনি। আমরা রাজপথে আছি। আপনাদের অধিকারের জন্য লড়াই করছি।’

নাহিদ বলেন, ‘পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিএসএফ দ্বারা আমাদের সীমান্তবাসীদের নির্মমভাবে খুন করা হয়। এই সীমান্তে হত্যাকাণ্ড ৫০ বছরে কোনো সরকার বন্ধ করতে পারেনি। এখন আমরা দেখছি ভারত থেকে পুশ ইন করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র-জনতার বাংলাদেশ। যদি পাঠাতে পারেন শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের পাঠান। আমরা এই জুলাই অভ্যুত্থানে তাদের বিচারের আওতায় আনবো।’

এনসিপি নেতা বলেন, ‘পুশ ইন চলতে থাকলে আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে ছাত্র-জনতার যে জোয়ার শুরু হয়েছে, সেটি তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাবে।’

ডা. তাসনিম জারা বলেন, ‘রাষ্ট্রের পুলিশ বাহিনী ও নিরাপত্তা বাহিনী সবার হয়ে কাজ করবে। কোনো দলের বা কোনো পক্ষের হয়ে কাজ করবে না। আমরা এমন ব্যবস্থায় আর ফেরত যাবো না, যেখানে রাষ্ট্র ব্যবস্থা নিজেই তার নাগরিককে গুম-খুন করে।

সারজিস আলম বলেন, ‘ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করে পঞ্চগড়ের প্রকৃতি ও পরিবেশকে হুমকিতে ফেলা হচ্ছে। তাদের প্রতিহত করতে হবে। শিক্ষা চিকিৎসা থেকে সব ক্ষেত্রে পঞ্চগড়কে বরাবরই বঞ্চিত করা হয়েছে। অনেক পুলিশ আছে যারা আগে টাকা পরে কথা বলে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। কেউ ভাবেনি হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পতন হবে। পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নেই। আমাদের সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে। পঞ্চগড়ে দুর্নীতি চুরি বাটপারি বন্ধ করতে হবে। আমরা ঝামেলা করতে চাই না। কিন্তু অনেকে মাথায় উঠে গেছে, এখন সময় হলো আছাড় দিয়ে নিচে ফেলে দেওয়ার।’

পঞ্চগড়ের সুগার মিল চালু করাসহ নানা উন্নয়নে কথা তুলে ধরে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবকিছুর পরিবর্তন হলেও পঞ্চগড়ে চাঁদাবাজি-দখলদারি বন্ধ হয়নি। কারা করছে আপনারা জানেন। আওয়ামী লীগের সব চাঁদাবাজি করে তো ভারতে পালিয়ে গেছে। আপনারা কোথায় পালাবেন? পালানোর পথ পাবেন না। পঞ্চগড়বাসীকে সাক্ষী রেখে বলছি, যেই প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে মধ্য রাতের নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের ডামি নির্বাচন হয়েছে; সেই প্রশাসন ও পুলিশকে সংস্কার না করা পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীসহ সহস্রাধিক ছাত্র-জনতা অংশ নেন।

এর আগে জেলার দেবীগঞ্জে এনসিপির উপজেলা অফিস উদ্বোধন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে পদযাত্রা সহকারে তেঁতুলিয়ার উদ্দেশে পঞ্চগড় ছেড়ে যান এনসিপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ