শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসা পড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়: গোলাম পরওয়ার হাসিনার মতো ফেরাউনের ৩৬ দিনে পরাজয় হবে কেউ কি আগে ভেবেছিল? বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা পীরগঞ্জে জমির কলা কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত। গণহত্যার বিচার এবং সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র নিশ্চিত করব: নাহিদ যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, পরীক্ষা বাতিল গাইবান্ধায় গৃহবধূকে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ গ্রেফতার ৫
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

রাজধানীর মহাখালী জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। এ সময় নারীদের ওপর শারীরিক হামলার ঘটনাও ঘটে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে মনিরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) রাত ৮টা ৫ মিনিটের দেকে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ভিআইপি রুম না পাওয়ায় মনির হোসেন তার অনুসারীদের নিয়ে এসে রেস্টুরেন্টে হামলা চালান। এতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা দুই নারী দৌড়ে সিঁড়ি দিয়ে নামছেন, তাদের পেছনে ধাওয়া করছেন কয়েকজন পুরুষ। একপর্যায়ে এক নারী মেঝেতে পড়ে গেলে এক ব্যক্তি তাকে আঘাত করেন।

ঘটনায় রেস্টুরেন্টের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় মনিরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা রেস্টুরেন্টে টিভি, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা, মনিটর, ল্যাপটপ, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেন। পাশাপাশি কাউন্টার থেকে ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে যান।

আবু বকর সিদ্দিক জানান, ঘটনার আগের দিন মনির রেস্টুরেন্টে এসে নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। রুম খালি না থাকায় তাকে সাধারণ টেবিলে বসানো হয় এবং ছাড় দিয়েও বিল নেয়া হয়। এরপর ক্ষুব্ধ হয়ে মনির হুমকি দিয়ে রেস্টুরেন্ট ত্যাগ করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ঘটনার ভিডিও হাতে পেয়েছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নারীদের লাঞ্ছিত করার অভিযোগও তদন্তাধীন রয়েছে।

এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার পর যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এক বিবৃতিতে মনির হোসেনকে সব ধরনের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, তার মতো বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় দল নেবে না এবং কোনো নেতা-কর্মী যেন তার সঙ্গে সম্পর্ক না রাখেন, সে নির্দেশও দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ