পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম কাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বিগত দিনে যারা ফ্যাসিস্টদের দোসর ছিলেন, অপকর্মে লিপ্ত ছিলেন এবং সাধারণ মানুষকে নিপীড়ন করেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না। শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, পরিচ্ছন্ন (ক্লিন ইমেজের) ও বিএনপিকে হৃদয় থেকে ভালোবাসেন এমন ব্যক্তিরাই আমাদের দলের নতুন সদস্য হতে পারবেন। দলকে শক্তিশালী করতে শৃঙ্খলা ও আদর্শের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপী, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, বিএনপিকে তৃণমূলে আরও সুসংগঠিত করতে এই সদস্য নবায়ন ও অন্তর্ভুক্তির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।