নিশ্চিত জয়ের দোরগোড়া থেকে হঠাৎ করেই হার, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমন পরিস্থিতি নতুন কিছু নয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আরও একবার সেই দৃশ্যই দেখা গেল। ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ১০০ রানে দারুণ শুরু করেও হঠাৎ ব্যাটিং ধসে ৫ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখ দেখতে হয় মিরাজের দলের।
শেষ দিকে জাকের আলীর অর্ধশতকে বড় হারের ব্যবধান কমিয়েছে টাইগাররা। শেষ পর্যন্ত ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ২৪৫ রানেট জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার পারভেজ ইমন মাত্র ১৩ রান করে ফিরলেও ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ৭১ রানের জুটি।
ম্যাচের মোড় ঘুরে যায় শান্ত (২৩) রান আউট হলে। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ৭ ব্যাটার ফিরে যান সাজঘরে। হাসারাঙ্গা ও কামিন্দুর ঘূর্ণিতে একে একে আউট হন লিটন দাস, হৃদয়, মিরাজ, তাসকিন, তানজিম ও তানজিদ (৬২)।
শেষদিকে জাকের আলীর ৫১ রানের লড়াকু ইনিংসে হার কিছুটা কম হয়। ৩৬তম ওভারে তিনি এলবিডব্লিউ হন হাসারাঙ্গার বলে। তাতে ১৬৭ রানে গুটিয়ে যায় মিরাজের দল। লঙ্কানরা জয় পায় ৭৭ রানের। শ্রীলঙ্কার হয়ে বল হাতে হাসারাঙ্গা নেন ৪ উইকেট, কামিন্দু মেন্ডিস নেন ৩ উইকেট।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই, একই মাঠে।