শিরোনাম
বেরোবি পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. রশিদুল ইসলামের যৌন হয়রানির দ্রুত বিচার না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সকালে বিএনপির কমিটি ঘোষণা, দুপুরে বাতিলের দাবিতে বিক্ষোভ বেরোবিতে কর্মচারী আপগ্রেডেশন: এক যুগের বঞ্চনার অবসান কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রী জা‌কি‌রের পিএস গ্রেপ্তার চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক ভিডিও, অভিনয় দেখে স্বামী গ্রেফতার মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে দুই শিক্ষার্থী আসিফ মাহমুদ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে : পিনাকী মাদক বেচাকেনার অভিযোগে মুরাদনগরে মা ও মেয়েসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা! অভাব-অনটনে বড় হওয়া আল-আমিন আজ বিসিএস ক্যাডার সম্পত্তি ছেলেদের দখলে, বাবা-মায়ের ঠাঁই এখন টয়লেটের পাশে বিদ্যুৎবিহীন ঘরে
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

ভুতুড়ে ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ।

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

নিশ্চিত জয়ের দোরগোড়া থেকে হঠাৎ করেই হার, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এমন পরিস্থিতি নতুন কিছু নয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আরও একবার সেই দৃশ্যই দেখা গেল। ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ১০০ রানে দারুণ শুরু করেও হঠাৎ ব্যাটিং ধসে ৫ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখ দেখতে হয় মিরাজের দলের।

শেষ দিকে জাকের আলীর অর্ধশতকে বড় হারের ব্যবধান কমিয়েছে টাইগাররা। শেষ পর্যন্ত ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ২৪৫ রানেট জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার পারভেজ ইমন মাত্র ১৩ রান করে ফিরলেও ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ৭১ রানের জুটি।

ম্যাচের মোড় ঘুরে যায় শান্ত (২৩) রান আউট হলে। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ৭ ব্যাটার ফিরে যান সাজঘরে। হাসারাঙ্গা ও কামিন্দুর ঘূর্ণিতে একে একে আউট হন লিটন দাস, হৃদয়, মিরাজ, তাসকিন, তানজিম ও তানজিদ (৬২)।

শেষদিকে জাকের আলীর ৫১ রানের লড়াকু ইনিংসে হার কিছুটা কম হয়। ৩৬তম ওভারে তিনি এলবিডব্লিউ হন হাসারাঙ্গার বলে। তাতে ১৬৭ রানে গুটিয়ে যায় মিরাজের দল। লঙ্কানরা জয় পায় ৭৭ রানের। শ্রীলঙ্কার হয়ে বল হাতে হাসারাঙ্গা নেন ৪ উইকেট, কামিন্দু মেন্ডিস নেন ৩ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই, একই মাঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ