নীলফামারীতে জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. সাইমুন সাকিবের সভাপতিত্বে বক্তৃতা দেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সাকিব মাহমুদুল্লাহ, সদস্য সচিব হাসান রাজা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার এক সাহসী পদক্ষেপ। কিন্তু এই বিপ্লবের এক বছর হয়ে গেলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’