জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজ বুধবার (২ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ভারতের দালালি ও গোলামির দিন শেষ—এটাই আগামীর বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, দেশ, মর্যাদার বাংলাদেশ।
তিনি আরও বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, নিজেদের দেশপ্রেমের জায়গা ও দায়িত্ববোধ থেকে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা কখনও ক্ষমতার মসনদে বসতে চাইনি। কিন্তু সময়ের প্রয়োজনে দল গঠন করেছি। কারণ বিকল্প ও তরুণ নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ এগিয়ে যাবে না, গণঅভ্যুত্থান সফল হবে না।
আজ দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে আসেন এনসিপির নেতা–কর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার হয়ে বেলা ২টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পৌঁছায়।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম; সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন।
কুড়িগ্রামের সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারত্ব কিন্তু রয়েই গেছে। ফলে আমরা মনে করি, আমাদের এই লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখার জন্য গণ–অভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। এই দলের প্রধান কাজ হলো এ দেশের মানুষকে যেন আর দাস হয়ে থাকতে না হয়।’
পথসভায় হাসনাত আকদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা বিএনপির পুলিশ হইয়েন না। আওয়ামী লীগ সরকার পুলিশকে আওয়ামী লীগের পুলিশ বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদের বলব, আপনারা কোনো রাজনৈতিক দলপন্থী না হয়ে বাংলাদেশপন্থী হয়ে উঠুন
সংক্ষিপ্ত পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কৌলাশ চন্দ্র রবিদাস, আতিক মুজাহিদ, সামান্তা শারমিন। সঞ্চালনা করেন সারজিস আলম।
কুড়িগ্রাম জেলা শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপির নেতা–কর্মীরা নাগেশ্বরী উপজেলা হয়ে ফুলবাড়ী উপজেলায় যাবেন। সেখানে আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা।