গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় অনুমোদন ছাড়াই সার বিক্রয়, ও ক্রয় রসিদ না থাকায় ৪৩৪ বস্তা সার এবং ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধান বীজ জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
এর আগে, মঙ্গলবার (১লা জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. আসাদুজ্জামান।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ণ চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালি সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় বিভিন্ন দোকানে অভিযানে চালিয়ে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অভিযানে গাইবান্ধা অস্থায়ী সেনাক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন মো. ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।